কবিতাঃ- ডুবছে ডুবুক
✍️ মনোজ ভৌমিক


ডুবলো গাঙে তোমার আমার মা,
মনেতে জাগলো সহস্র বেদনা।
বেদনা শুধু সময়কে তল্লাশে,
শরীর মনকে ভীষণ ভালোবাসে।


হাতছানি দেওয়া অশান্ত যৌবন,
ডুবলো কত কিশোর কিশোরী মন!
যৌবনই বোঝে ডুবে ভাসার খেলা,
ডুববে যখনই নেপথ্যে কালবেলা।


ল্যাম্পপোষ্টে ঝিমোবে নিয়ন বাতি,
খুঁজবে শহর নিত্য নতুন সাথী।
এন্ড্রয়েডে বাজবে রিমিক্স গান,
ইনস্ট্রাগ্রামের ছবিটা সন্দিহান!


ডুবছে ডুবুক তোমার আমার মা,
সিঁদুর ছুঁয়েই থাকুক সমবেদনা।
'আসছে বছর আবার হবে' ডাক,
স্মৃতিই শুধু মনকে আঁকড়ে থাক।