কবিতা:- প্রত্যাশা
              মনোজ ভৌমিক


ঘরভাঙা রোদ আসছে এখন ধেয়ে,
শিউলি ছিলো সেই রাতেই শুধু চেয়ে।
আকাশেতে আজ কাশেদের ছোটাছুটি,
মাটির বুকেতে দোপাটির লুটোপুটি।


ঘুমভাঙা চোখে সে আবেশি কথাকলি,
আঁকছে মনেতে পুরাতন রঙ্গোলী।
রঙের নেশায় মত্ত শরৎ রাণী,
আজ ভুলবেই সে পলাশের কাহিনী।


মন রাঙানো ভাবনাটা আজ ব্যথায়,
কে যেন খুঁজছে কারে! মালতীলতায়!
করবির মনে ভীষণ দেখি যে শোক,
টগর ফুটছে, দেখছে যে কত লোক।


মল্লিকা কেন বলছে না আজ কথা?
ঘাসের বুকে অশ্রুঝরানো বৃথা।
মাটি ভেঙে ভেঙে গড়ে ওঠে প্রতিমা,
ধীরে ধীরে জাগে মৃণ্ময়ী সেই মা।


মায়ের অরূপ রূপটি এবার দেখি,
উদাসী ভাবনা দেবে নিশ্চয় ফাঁকি।