কবিতা :- দুর্গা বিদায় ক্ষণে
             মনোজ ভৌমিক


শরৎ আকাশে তনু জ্বলা রোদ্দুর
মন আঙিনায় ভাসছে বিদায়ী সুর।
গভীর দহনে কৈশোরের ভাবুকতা,
তবুও মনেতে ওই দুর্গা দুর্গা কথা।


যখন তখন ভীড় করে কালো মেঘ,
হৃদয় গহীনে বর্ষার গতিবেগ।
বে-হিসেবী মনে ভিজে যায় রূপকথা,
আকুল এ প্রাণে বোঝাপড়া হয় হেথা।


স্বজল চোখে চেয়ে আছে শ্যামলিনী,
কে যেন বলছে,"আমি তো গো ওকে চিনি।"
উন্মনা মনে উদাসী বায়ুর খেলা,
উৎসব অন্তে জেগে ওঠে কালবেলা।


আবেশী ভাবনা দাগ কেটে যায় মনে,
আকুল এ হিয়া দুর্গা বিদায় ক্ষণে।