কবিতা:-দুর্গারা বাঁচে যেন
                   মনোজ ভৌমিক


শরৎ এলেই চোখেতে আলোর বন্যা,
থেমে যায় যত পুরানো মেঘের কান্না।
কাশের হাসিতে মগ্ন হয় এ মন,
আবেশি হাওয়ায় ভাবনা চিরন্তন।
জেগে ওঠে মনে ঘুমন্ত আগমনী,
চারিদিকে মা দুর্গাদুর্গা ধ্বনি।
বলতে পারো দুর্গা আজকে কোথায়?
ভাব জাগানিয়া ভাবনা মরে ব্যথায়।
তোমার দুর্গা রঙিন তুলির সুরূপা,
ঐ দুর্গা কাদামাটি ছেনে অপরূপা।
দুর্গা এখনো কেঁদে ফেরে দিন দিন,
তোমার দুর্গা মন্ডপে হয় লীন।
তোমার দুর্গা একটি অসুর মারে,
ঐ দূর্গা শত অসুরে লড়াই করে।
দুর্গা হতে দুর্গায় কেন এত ফারাক?
ভাব জাগানোর ভাবনা নিপাত যাক।
লক্ষকোটি দুর্গারা আজো রাস্তায়,
ঐ দুর্গা সুন্দর সাজ সজ্জায়।
ভাবনাটাকে আজ একটু টেনে আনো,
কাদামাটি মাখা দুর্গারা বাঁচে যেন।