কবিতা :-এ বসন্তে বসন্ত নেই
             মনোজ ভৌমিক


বর্ষামেঘের আকাশটারে
চেয়ে দেখি বারে বারে,
ঐখানেতে রামধনু রঙ
মত্ত যে খেলায় ওরে!


আচম্বিতের শ্রাবণ মেঘ
ঝরছে অঝোর ধারে,
এই বসন্তে মনের ব্যথা
বোঝাই বল না কারে!


কোয়েল যেন মধুর স্বরে
ডাকছে না আর কুহু,
রঙের নেশায় রাঙা হয়ে
নাচবি কেমনে বিহু!


এট্টু না হয় রঙ মাখবি
তোর গালের দুপাশে,
মনেও যেন লাগাবি রঙ
আমায় ছোঁয়ার আশে।


একটুখানি সামলে নিস
করোনার ভাইরাস,
সবার মনে ছড়িয়েছে রে
ভীষণ রকম ত্রাস।


এ বসন্তে সে বসন্ত নেই
অকালে ঝরে শ্রাবণ,
তাই বুঝি আজ কেঁদে মরে
কত না পিয়াসী মন।