কবিতা:- এ দোষ তো আমাদের
                 মনোজ ভৌমিক


বিস্ময়ে তাকিয়ে আছি আজও এই মেদিনীর দিকে, ভরা শ্রাবণে দেহ তার কেন ছিলো বলো বড় দুখে!
চারিদিকে গুমোট অন্ধকার আজ বেশি খেলা করে!
বিষণ্ণতা ডেকে নেয় সকল জীবন্ত ভাবনারে।


গতবার শ্রাবণে নদীবুকে ধেয়ে এসেছিলো বাড়,
গাছপালা ঘরবাড়ী নদীনালা সবি ছিলো তোলপাড়।
মানুষী আর্তনাদও সেদিন শোনেনি ও শ্রাবণ,
এখন পঞ্জিকায় চোখ রাখি খুঁজি সেই দিনক্ষণ।


কালো কালো মেঘ সব ওই আকাশেতে করে আনাকানি,
কখনো বৈশাখ দেখি,কখনো চৈত্রের ঝলকানি।
এ মাটির বুকচিরে আসবে কি গো আগামীর ফসল!
কৃষকের আর্তনাদ, "পরিবেশ হচ্ছে পাগল।"


দোষ আজ কেন দিই বলো ও মৌসুমি আবহাওয়ারে?
খুঁজে দেখি এ দোষ তো আমাদের,আগ্রাসী অধিকারে।