কবিতাঃ- এ পবিত্র রমজানে
           মনোজ ভৌমিক


রমজান শেষে পবিত্র বেশে
এলো যে খুশির ঈদ,
একফালি চাঁদ ঐ আকাশে
গাও মিলনের গীত।
বিশ্ব জুড়ে ধ্বংস নাচন
বিষন্ন হয়েছে মন,
ধর্মপ্রাণ মানুষের হোক
মানবিক জাগরণ।
ধনী দরিদ্রের ভেদাভেদ
থমকে দাঁড়ায় আজ,
রুষ্টা প্রকৃতিও দেখালো তার
প্রলয়ঙ্কর সাজ।
ধর্ম ভাবনা পবিত্র থাক
বাড়াও তোমার হাত,
মানুষের চেয়ে বড় কিছু না
মানবতা হোক সাথ।
আর্ত পীড়িত মানুষগুলো
হয়েছে আজ বে-ঘর,
ওরা চায় অন্ন আর জল
দেহ ঢাকার কাপড়।
ভাবনাটাকে জাগ্রত করো
হৃদয় সাম্যের গানে,
চেতনা হোক সর্বত্র ব্যাপী
এ পবিত্র রমজানে।