এই শুভজিৎ! করছিস কি?
একলা বসে?চুপটি ক'রে?
ব্যালকণিতে? মুখটি ক'রে ভার!
বল না তুই? আমায় ছেড়ে,                  
ভাবছিস কাকে আর?
দেখ না চেয়ে,আমার পানে,
লাগছি কেমন আজ!


চোখের কোণে কাজল ভরে
ঠোট দু'টি তোর প্রেমে রাঙিয়ে
জাম রঙের এই শাড়িটারে
উড়িয়ে দিলাম আজ!
বিনুনী চুলের দিলাম খুলে-এমনি ক'রে,
বলনা আমায়,কেমন লাগছি আজ?
বল না রে! এই শুভজিত!
চুপ থাকিস না আর।


চুপ কর না একটু রাণী
রোজ রোজ এই প্রেম কাহানী
ভাল্লাগে না আর।
একটা নয়, দুটো নয়,
সাত সাতটা দিন,
কাটল যে আজ।
বল না আমায়
শুধু,প্রেম করলেই
জুটবে পেটের ভাত?


বাহ রে শুভ!  বাহ!
ক'টা দিনেই মন ভরলো!
পদ্ম পাতার জলের মত
মিটল তোর পিয়াস যত!
বাহ রে শুভ! চমৎকার!


সেদিন যে বড় গলাফাটালি!
হাত বাড়িয়ে,হাটু গেড়ে,গিড়গিড়ালি!
"আয় না রাণী, আয় না একটি বার!
বুকের মাঝে রাখবো তোরে
আপন করে,গুণে গুণে
পুরো বারোটা মাস।"


সাত দিনেতেই মন ভরালি
অথৈ প্রেমে প্রাণ ডুবালি!
এই শুভজিত!যতই করিস এড়ি তেড়ি
দেখবো না তোর মুখটি ভারি
নাচতে হবে জড়িয়ে আমায়
আজকে সারা রাত।
প্রেম সর্দি লাগে যদি
ঝেড়ে নিবি নাক।


এই শুভজিৎ,আয় বলছি;
রাগ হচ্ছে ভারি।
আমি বৃষ্টি রাণী;
রেগে গেলে কারেও না মানি।
জানিস না তুই? মর্জি আমার
ইচ্ছে হলে,নাচি আমি খুব।
চলালাম আমি বাপের বাড়ী
ভুগবি এবার দশটা যুগ।