কবিতাঃ- এ রাত একলা থাক
             মনোজ ভৌমিক


এ নির্ঘুম রাত যেন বড়ই আনাড়ী,
বুঝেও বোঝে না কেন সময়ের ঘড়ি!
বিদায়ী বসন্ত সাথে নিয়েছে ও আড়ি,
নিন্দুক বাতাস ওকে যায় নি তো ছাড়ি!


ক্ষয়িষ্ণু চন্দ্রিমা বুকে একা জেগে আছে ,
ক্লান্ত তারাদের বলে এসো না গো কাছে ।
পিউকাঁহা পাখিটাও কেঁদে ফিরে গেছে,
নিঝুম দিগন্ত চোখে শতপ্রশ্ন জমা আছে।


উদাসী বারান্দায় যেন মৃত্যু খেলা করে!
নিজের মায়াবী রূপ ও দেখবে কি করে!!
হৃদয়ে জানলায় টোকা দিয়ে গেছে কেউ,
এ রাত একলাই থাক, প্রেমজাগা ঢেউ!