কবিতা:-এবার বলো
✍️ মনোজ ভৌমিক


কোন রাস্তায় হাঁটবে তুমি!
সব রাস্তাই বাঁধা,
জীবন যেন লাগছে আজ
বড়ই গোলক ধাঁধা!
পাখির মত উড়তে গেলে
বধে অদৃশ্য শিকারী,
মানুষ যেন হুঁশেতে নেই
জীবনটাই ভিখারী।
ভেবেছিলো জীবনটা ভাই
চলবে মর্জি মতন,
আজকে দেখি ভাবনাদের
কেউ করেনি যতন ।
বলতে পারো এমন কেনো
চলছে এ দুনিয়ায়!
আসল কথা মানুষগুলো
ফানুস উড়াতে চায়।
মানবিকতা নেই ওদের
জিঘাংসার বৃত্তি মনে,
একে অপরকে টেক্কা দিয়ে
ব্রতী মানুষ নিধনে।
বারুদে বারুদে ভরছে ধরা
অসন্তুষ্টিতে মনন,
এখন দেখি আসুরীবৃত্তি
সর্বগ্রাসী জ্বালাতন।
তাই বুঝি মানুষগুলোর
পিঁপড়ের মত সাজ!
যখন খুশি হচ্ছে পেষাই
মরণেতে নেই লাজ।