কবিতা:-এদের নিয়ে চলি এখন
          মনোজ ভৌমিক


এই দেখোনা আমার সাথে
শিউলি টগর জুঁই,
শেফালী আর লালদোপাটি
দূরে কেন বলো সই?
আজকে হেথা শরৎ এলো
ঝিলমিল রোদ্দুরে,
গেয়ে উঠি আজ সেই গান
মধুমাখা নব সুরে।
শিউলিটা তো রাতের বেলার
ভোরেতেই ঝরে যায়,
টগর ফোটে শিশির মেখে
জুঁই হাসি চোখে চায়।
শেফালি তো গলায় দোলে
লালদোপাটি তাকায়,
মেঘ গুড়গুড় বাদ্যি বাজে
পূজো এ মন রাঙায়।
ছাতিমটা সদা দূরে থাকে
অভিমানী ও জানায়,
এদের নিয়ে চলি এখন
সময় হারা বেলায়।