কবিতা:- এগিয়ে চলনা ও মেয়ে
                 মনোজ ভৌমিক


বিষণ্ণ এই দিনগুলিকে আজ দীর্ঘশ্বাসেই ঢাকি,
এখন আমি তোর সুখেতেই আমার আসল সুখ যে দেখি।
সেদিন যখন জন্ম নিলি আমার ছোট্ট ভাড়ার ঘরে,
তোর ডাগর চোখের আলোর মেলায় বুকটা নিলাম ভরে।


তারপরেতে চাইলো ও মন একটু সোহাগি মাটি তো ছুঁই,
তোর নুপুর নাচা পায়ের নীচে পেলাম এক চিলতে ভুঁই।
ঐ মাটিতে পা ফেলিয়ে ঘুরেফিরে নাচতিস তুই নিজমনে,
আঙুলটানা স্বপ্ন যে তোর ওই হরিণী চোখের কোণে।


বলিনি তোরে একটিও বার,"পড় খুকু আজকে জোরেশোরে,
ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে কালকে যে তোরে!"
কোন মেয়েটা পেয়েছে বলনা আজ এ মুক্ত স্বাধীনতা!
মা-বাবার আদর ছাড়া,আসল প্রেম পেয়েছে বল কটা?


তাইতো আমি দিচ্ছি তোরে আজকে এ অবাধ স্বাধীনতা,
মনের কোণে লুকোনো ভাবনা আজ প্রকাশ করনা হেথা।
চাঁদ জাগানো ও স্বপ্নটা তোর চোখের কোণেতেই রাখ,
মনের যত কলঙ্ককথা ওই চাঁদের বুকেতেই থাক।


এগিয়ে চলনা ও মেয়ে তুই সাথে নিয়েই লম্বা শ্বাস,
তোর শরীরে আসুক নেমে দুর্গা,নাচ নটরাজের সাথ।