কবিতাঃ- এক দেহ এক প্রাণ
✍️ মনোজ ভৌমিক


খুশির চাঁদটা ঢাকা পড়ে গেছে
বিষন্নতা গায় গীত!
রমজান শেষে এ পবিত্র মাসে
কোথায় খুশির ঈদ!!


আমীর গরীব একাকার হয়ে
খুঁজছে আপন জন,
আকাশ বাতাস কাঁদছে ভূভাগ
দেখছে শুধু মরণ!


কোথায় আল্লাহ! কোথা ভগবান!!
আজকে প্রকট হও,
ধর্ম নয়,শুধু মানুষের তরে
একবার দেখা দাও।


বিভেদের ছবি ভুলে যাবে সবে
জাতপাত ভেদ জ্ঞান,
বলবে সবাই চিৎকার করে
'এক দেহ এক প্রাণ।'


এই অমা রাত কেটে যাবে
দেখো
আসবে নতুন ভোর,
মানুষের মাঝে আমরা মানুষ
ভাইচারা হবে শোর।


ঈস্টার- ঈদ আর রামনবমী
এক হয়ে যাবে দেখো,
সময়ের এই অতি মহামারীতে
সমতা ভাবনা শেখো।


আকাশের চাঁদে প্রতিপল ঈদ
প্রতিদিনই পূর্ণিমা,
অভাগা মানুষ ভুলবে কবে
ঐ ধর্ম ই ভুল জামা।