কবিতাঃ-এক মুঠো আলো চাই
✍️ মনোজ ভৌমিক


জানিস অনিকেত,
আমি এখন প্রতিদিন শরীরের দৈর্ঘ মাপি...
তুই যেমন জেগে ওঠা সূর্যের মতন
তোর শরীরের দৈর্ঘ মাপতে মাপতে মা'কে বলিস,
দ্যাখো মা, দ্যাখো,আমি তোমার কাঁধ ছুঁয়েছি!
এরপর তোমার নাক ছোঁবো...
তারপর চোখ,কপাল,মাথা... তারপর.... তারপর....
জানিস অনিকেত, এক সময় তোর মত আমিও বলতাম।
আজ আমি কাকে বলবো? কেউ শোনে না! কেউ দেখেও না!!
এই দ্যাখ অনিকেত, আমি প্রতিটি  মাস... বছর..
দেওয়ালে দাগ কাটি!
আমার শরীরের দৈর্ঘ মাপি!!
ক্রমশ দেখি, ঢলে পড়া পশ্চিমি সূর্যের মত
ক্ষীণ হয়ে আসছে আমার দেহের উচ্চতা!
আসল কথা কি জানিস অনিকেত,
মানুষের বয়সের দৈর্ঘ বাড়লে শরীরের উচ্চতা বুঝি কমে যায়!
মাঝে মাঝে মনে হয় ঐ দুগজ
জমিটাও বেশি হয়ে যাবে!
জমি জায়গা আর ভাগ করে লাভ নেই অনিকেত...
ঐ বিষয় মানেই বিষ!
একবার এসে এই বদ্ধ ঘরের জানালাটা খুলে দিয়ে যা....
এক মুঠো আলো চাই...
আজ হেথা বড় অন্ধকার রে অনিকেত....