কবিতা:- একা একাই বেঁচে থেকো
কলমেঃ- মনোজ ভৌমিক


বাঁচতে তোমায় হবেই বন্ধু নেগেটিভ বা পজিটিভ!
থাক না সময় অসময়েই মনটা হোক এগ্রেসিভ।
শরীরটাকে ঢাকতে হবে আর মনকে রেখো বাঁচিয়ে,
রাস্তায় যখন চলবে তুমি ভিড়টাকে যেও এড়িয়ে।


মুখোবাসটা লাগিয়ে রেখো রক্ষা কবচ ওটাই আজ,
প্রাণায়াম ও কপালভাতি বাঁচার জন্য করবে কাজ।
নেতা মন্ত্রী ব্যবসাদার ওদের কথা দিলাম ছেড়ে,
তোমরা বাঁচলে ওরা বাঁচবে নইলে ওদের চিনবে কেরে?


ভাষণ দিচ্ছে, রেশন দিচ্ছে  দিচ্ছে হাজার জল্পনা,
মৃত্যু যখন তোমার দোরে আপনজনও আপন না!
একটুখানি ভাবো বন্ধু সময়টা আজ দুর্বিপাকে,
"সবকা সাথ" ছেড়ে তুমি... নাও "একলা চলো" মন্ত্রটাকে।


বাঁচলে পরে এই পৃথিবী তখন না হয়  সবকে ডেকো,
নইলেপরে এমনি করে একা একাই বেঁচে থেকো।