কবিতা:- একাকিত্বে...
কবি:- মনোজ ভৌমিক


ঘুমভাঙা চোখ নিয়ে জেগে ওঠে মাঝরাতে উদাসী জানালা,
আঁধারের বুকচিরে উঁকি মারে ল্যাম্পপোস্টে পিয়াসী কামনা।
কে যেন আধভাঙা সুর টেনে হেঁকে হেঁকে বলে যায়, "জাগতে রহো..."
কাঁচভেজা জানালায় কাজলটানা চোখ খোঁজে কারে অহরহ!


আবেশি তোষক ভাবে, এর চেয়ে কাঁটার শয্যাটা ছিল যে ভালো,
বুকফাটা হাহাকার নিয়ে জেগে ওঠে রাতের শিউলি গুলো।
পিয়াসী সমীরণ নিয়ে মাছরাঙা ছুঁয়ে যায় হৃদয় পুকুর,
কেঁপে ওঠে তনমন, স্মৃতি সব  ওঠে-নামে ঝুপুরঝুপুর!


পাহাড়ের বুক বেয়ে জেগে ওঠে সকালের ব্যস্ত রোদ্দুর,
শিউলি ঝরে গেছে আগেই,টগর আজ দেখি বড়ই চতুর!
রাতজাগা চোখ নিয়ে জেগে থাকে এখন বিষণ্ণ দুপুর,
শিশিরের শব্দ বুকে নিয়ে ঘুমিয়ে যায় বিকেলের ক্লান্ত রোদ্দুর।