কবিতা:-  একবার এসে যদি
✍️ মনোজ ভৌমিক


একবার এসে যদি শুধু তুই বলতিস,
ভালো আছি অনিকেত কেন মিছে ভাবছিস...
তাহলে তো বুঝতাম এই পৃথিবীটা সুস্থ,
আকাশের তারাগুলো ঠিক ঠাক গুনিস তো।
বাড়েনিতো একটিও ওই ব্যাল্কহোল কোণেতে!
শঙ্কা থাকবে না দেখিস আর এই মনেতে।


একবার এসে যদি শুধু তুই বলতিস,
চেয়ে দেখ অনিকেত, আমিতো সেই ঊনিশ।
ধপ করে বিছানাটা ছেড়ে উঠে দাঁড়াতাম,
খিড়কীটা খুলে দিয়ে জোরে জোরে চেঁচাতাম,
স্বাধীনতা পেয়েছি আমি যেমনটি চেয়েছি,
যৌবনের উন্মাদনা এই তো ফিরে পেয়েছি।


একবার এসে যদি এক সাথে হাঁটতিস,
একবুক খুশী নিয়ে দিল খুলে হাসতিস,
বুঝতাম এ পৃথিবীটা হাঁপ ছেড়ে বাঁচলো,
পুরানো সে সময়টা এই বুঝি ফিরলো।


একবার সেই কথা যদি তুই বলতিস,
ভালোবাসি অনিকেত যেমনটি চাইতিস।
একপেয়ে মনুমেন্ট মাথা নীচু দেখতিস,
কুতুবমিনারে বসার গল্পটা শুনতিস।


একবার এসে যদি এই পাশে বসতিস,
হৃদয়ের স্পন্দন ছুঁয়ে যদি দেখতিস,
ছত্রিশের এই ছাতিটা হয়ে যেত বাহান্ন,
একুশকে বলতাম এ ভ্যাকসিন অনন্য।