কবিতা:-একদিন গোধূলি বেলায়
             মনোজ ভৌমিক


একদিন গোধূলি বেলায়
ছিলো চোখ
প্রকৃতির অরূপ খেলায়।


চাঁদ উঠে আসছিলো পুবে
ধীরে ধীরে
সূর্যটা যাচ্ছিলো ডুবে।


লাল নীল সবুজেতে মাখা
ঐ দিগন্তে
মনোরম ছবি হলো আঁকা।


কালো মেঘ কোথা হতে এসে
চুপি চুপি
মিশে যায় সবে ভালোবেসে।


ক্ষণকালে দেখায় স্বরূপ
ভেঙে দেয়
রঙেদের সংহিত রূপ!


মুছে যায় মিলনের রঙ
চেয়ে দেখি
গোধূলিতে স্বার্থের সঙ।