কবিতাঃ- এখন ভাবনা শুধু
✍️ মনোজ ভৌমিক


ভেবেছো কি বেঁচে গেলে?
এই মহামারীঅন্তে ??
হয়তো সত্যিই তাই,
কিন্তু,যুদ্ধ কি জানতে?


মরে মরে বেঁচে ছিলে
শুধু তো বছর দুই,
এবার মরতে হবে
খালি পেটে ছুঁয়ে ভুঁই!


আকাশ ছুঁয়েছে দাম
পেট্রোল ও ডিজেলের!
বলছে দেশের নেতা
বাজারটা গ্লোবালের।


কৃষকরা কাঁদে শুধু
দাম নেই ফসলের,
মজুতদার হেসে ক'ন,
ভাগ্যটা কপালের।


ধুঁকে মরে কারখানা
মালিক বলে, কি করি!
কাটছাঁট আজ দেখি
বড় বেশি মজবুরী।


শান্তি সুখ পালিয়েছে
এ পৃথিবীটা আস্ত না!
চারিদিকে চাই! চাই!!
অশান্তির কারখানা!


এখন ভাবনা শুধু,
সভ্যতা একেই বলে!
এর চেয়ে ডালো ছিল
অসভ্য সেই জঙ্গলে।