কবিতাঃ- এখন বলো
✍️ মনোজ ভৌমিক


সুখ পাখিটা ধরতে গিয়ে
অসুখ নিয়েই বাঁচি,
বলতে পারো আমরা আজ
কোন দুনিয়ায় আছি?


চাঁদ এখন মুঠোর মধ্যে
মঙ্গল তো নয় দূর,
হিংসা দিয়ে হিসেব কষি
জমিটা কার কদ্দূর!


বিষের বাঁশি বাজিয়ে দিয়ে
মিষ্টি সুর কেন খোঁজা?
বুঝিয়ে দিলে সবাই মিলে
এ বাঁচা নয়তো সোজা।


মানুষ দেখি অচ্ছুৎ হেথা
পশুপাখিদের মত,
আপন আপন ভাবনাটা
আজকে হেথায় মৃত।


আতঙ্ক নিয়ে বাঁচছে ওরা
যাদের আছে কিছু,
ওরা তো ভাই দিব্যি আছে
মাটি যাদের সবকিছু।


না আছে ঋতুর প্রভাব
খোলা আকাশ ঘর,
মড়ক কিংবা মহামারী
করে না ওদের পর।


এখন বলো কোন সুখটা
আজকে ভীষণ দামী!
মাটির সাথে রয়েছে যারা!
না ভাব যাদের 'আমি'!!