কবিতা:- এখন পৌষ মাস
            মনোজ ভৌমিক


মন ছুঁয়ে চলে গেলো বিষণ্ণ হেমন্ত,
এখনে দারুণ শীত,চাই রোদ জাগন্ত!
হিমেল হাওয়ায় শুধু তনু জ্বলা কথা,
মনেরে কাঁদায়ে এ হৃদয়ে জাগায় ব্যথা।


চুপেচাপে ভ্রমর আসে ফুল চুমে যায়,
বাতাসের প্রাণ জ্বলে বিরহ ব্যথায়!
মধুর গন্ধ নেই আজ ওই সব ফুলে,
কেবলি কলির সাথে দোলা খায় দুলে দুলে।


টুকিটাকি নীরবতা জোড়ে ওই বুড়ো শীত,
এখন পৌষ মাস গাবে ওরা পৌষালী গীত।
অবুঝ হলুদ মন কেন থাকে শুধু জেগে!
জেগেই ঘুমোয় ও শীত বড় অনুরাগে।