কবিতা:- একটু জোরেই হাস
          মনোজ ভৌমিক


তোর আমার শেষ দেখাটা
বছর খানেক আগে,
তখন তুই তো দিব্যি ছিলি
হেসেছিলি নাকি ফাগে!
আজকে যখন কাছে এলি
ভারি কেন তোর মুখ!!
ওমনি করে আছিস্ কেন!
পাই যে মনেই দুখ।
কেমন করে বোঝাই তোকে
এ হৃদয়ের ব্যথা!
তুই বিহনে এ দুনিয়াটা
সবার কাছেই বৃথা।
নাচ আবার সেই নাচটা
আমার বুকেই তুই,
তোর পরশে জাগুক ধরা
সে সজীবতাকে ছুঁই।
সময়ের সেই ঘড়িকে যে
বদলে দিয়েছে ওরা,
দেখ না রে তুই এ দেহেতে
জড়িয়ে ধ'রে জরা।
ওমনি করে থাকিস নারে
একটু জোরেই হাস,
তোর কারণেই এ জীবন
করছে যে হাঁসফাস।