কবিতা:-    একটুখানি চাওয়া
               মনোজ ভৌমিক


তোমার সাথে আমার এখন ছত্রিশেরই আখড়া,
লেগেই থাকে যখনতখন খুটুরখাটুর  ঝগড়া।
তোমার তো নেই সতীন টতীন তবু কেন এ ব্যগড়া?
সদাই কেন থাকে গো লেগে সেই শিব শিবানী নখরা?
নেশা ভাঙ তো নেই গো আমার,একটুখানিই জ্ঞান,
সময় পেলে তোমায় ছেড়ে ওই কবিতাতে দিই ধ্যান।
বুঝেছি প্রিয়া আজকে তোমার ওটাই বড় সতীন,
তাই কি আজ নন্দী ভিঙ্গী নাচে দূরে তাধিন ধিন।
ধরেই নিলাম কাজের মধ্যে অ-কাজ না হয় এসব,
তাহলে বলো হবো কি আমি ও অনলাইনের কেশব?
তার জন্য রূপও যে চাই,চাই পয়সা অনেক বেশি,
নইলে পরে লাইক কমেন্ট সব যাবে গয়া-কাশী।
এর চাইতে আমার সাথে অনেক ভালো আছো গো তুমি,
সময়েতে একটু না হয় 'ফেবুতে' কবিতা লিখি আমি।
লাইক কমেন্ট থাকনা কম,নাইবা পড়ুক কেউ,
তুমি তো জানো এ হেমন্তেও মনে বসন্তের ঢেউ।
এবার বলো,এর চাইতে বেশি সুখ কেন খোঁজো তুমি?
এসো আজ শত দুখেতেও খুঁজি সেই পুরাতন ভূমি।