কবিতা:- একটুখানি ওদের কথা ভাব
             মনোজ ভৌমিক


পয়সা যদি বাসনা হয়,বল,কামনা তবে কি?
কামনাটা যে মনের পিয়াস,পয়সাতেই দেখি।
মাটির দিকে তাকিয়ে দেখ,হোথা পয়সা আছে কি?
ঐখানেতে কামনাগুলো বাসনাতে যে আজ দেখি।


বলছে কারা? জীবনটা যে নোটবুকেরই মত,
প্রথম পাতায় জীবন,শেষের পাতায় হত।
মাঝের পাতায় প্রেম হাসি,হাসো মনের মত,
কে মরলো? কে বাঁচলো? ও সবতে,হবে কি বলতো?


এর চাইতে কামনা নিয়ে চলনা পিরীত রচি,
কি আসে যায় ঘর সংসারে! আনন্দেতে বাঁচি।
পয়সা আজ আসছে অগাধ,বাসনা জাগে মনে,
তাই তো ওই কামনাগুলো ইন্টারনেট জানে।


সময় করে একটুখানি ওদের কথাটা ভাব,
মাটির গন্ধ নিয়েও ওরা আজ যে অভিশাপ।