কবিতাঃ- একটা গোলাপ চাই
✍️ মনোজ ভৌমিক


একটা গোলাপ চাই --
যে প্রতিপল বসন্ত ছুঁয়ে
সভ্যতার কালিমা বুকে
অম্লান হাসি হাসবে।
একটা গোলাপ চাই ---
যে মেরুদণ্ডহীন সমাজের বুকে দাঁড়িয়ে
ভালোবাসার ব্যর্থ সংলাপে
কাঁটার আঁচড় দিয়ে যাবে।
একটা গোলাপ চাই --
যে ব্যভিচারের নিত্য খেলায়
নিজকে সুরক্ষিত রেখে
উন্মাদ ঝটিকা প্রবাহে
সদাই অবিচল থাকার প্রতিশ্রুতি নেবে।
একটা গোলাপ চাই ---
যে সাবেকী স্বপ্ন চোখে ডাক দেবে,
এসো গো...ভালোবাসা দিবস।