কবিতা :-একটা গোলাপ দিও গো আমায়
         মনোজ ভৌমিক


একটা গোলাপ দিও গো আমায় ওই ভালোবাসা দিনে,
নইলে কিন্তু আমার পাশে তুমি এসো না এ জীবনে।
তুলির মায়ের দাবি শুনে বাবার চোখে সরষে ফুল!
নিজ কানকে করেনা বিশ্বাস,সে শুনছে না তো ভুল?


গড়িয়ে গেছে যে অনেক বেলা,চব্বিশটা গেলো ফাঁকে,
এই বয়সে গোলাপ নিয়ে, দেখাবে বলো গো কাকে?
এই কথাতেই তুলির মায়ের মুখটি তিজল হাঁড়ি,
রাগের ঘোরে বলে সে,"রইলো সব,চলি বাপের বাড়ী।


চকলেট ডে তে দাওনি একটাও, হগ ডেটা ছিলো খালি,
প্রমিসডেতে উধাও ছিলো,কিশডে হয়নি রূপালী!
গতকালই তো পঞ্চাশটা হলো যে আমার গত,
আয়না এখনো বলছে আমায়,বয়স বিশের মত।


"হায়! হায়! হায়! একি কথা আজ শোনালে তুমি আমায়,
বদলালো কি সাবেকি প্রেম এই আধুনিক জমানায়?"