কবিতা:- একটা সিকোয়েন্স
               মনোজ ভৌমিক


আমি কিন্তু তোকে দেখতে চাই ঠিক এই ভাবে...
তোর বাঁধা চুলটা খুলে ফেলবি
চন্দ্রমল্লিকার সুবাস ছড়িয়ে পড়বে..
তুই এলোকেশী হয়ে বনলতা হয়ে যাবি...
এক উন্মত্ত  পাগল অন্ধকারে
হারিয়ে যাব তুই আর আমি...
দু'দেহের উষ্ণ প্রশ্বাস!
ভয়ঙ্কর জ্যামে দাঁড়িয়ে যাবে শহরটা!
তখন হালকা ঠোঁটের স্পর্শে তুই আর আমি....
ভাবিস না সেই পুরানো প্রেম,
ভেবে নে এটা একটা সিকোয়েন্স।
তোর মুক্ত হাসির ঝলকে
চকচক করে উঠবে শহরটা!
মায়াবী চোখ দুটি থেকে সারা শহরময়
ছড়িয়ে পড়বে নিয়নী আলো...
আমি খুঁজে নেবো একখানা রঞ্জন বা শঙ্খ ঘোষ।
কেমন লাগবে তুই বল?