কবিতাঃ- একটা সুদিন গড়ো
✍️ মনোজ ভৌমিক


শীত আসে শীত যায়
ওরা থাকে অসহায়!
ভ্রমরেরা গান গায়
ওদের কি আসে যায়!!


যুগ কেটে যুগ আসে
কথাগুলো শুধু ভাসে,
শিশির জমছে ঘাসে
ওরে ছুঁয়ে সূর্য হাসে!


ফুটপাত আজো আছে
ইমারত ধারে কাছে,
দিন কত কেটে গেছে
আস্তাকুঁড় খানা যাচে!


হোক না দিনটা বড়
কাজ নয় সড়গড়,
মোড়েতে হয়েছে জড়ো
একটা সুদিন গড়ো।


ওরা শুধু কাজ চায়
এ মড়কে কার দায়?
সময় কি চুপ রয়??
বেঁচে মরা ঠিক নয়।