কবিতা:-একটু আলোর রেখা
            মনোজ ভৌমিক


একমুঠো আলো চাই,
চাই এক পেট ভাত।
আর কিছু দাবি নাই,
শুধু রাস্তাই সাথ।


এর বেশি যদি দাও,
নেবোনা আর কিছুই।
যত পারো ওরে দিও,
যার আছে সবকিছু।


এ খোলা আকাশ আছে,
আছে এক বুক হাওয়া।
রাতে থাকে চাঁদ তারা,
দিনে গাছেদের ছায়া।


কল ভরা জল আছে,
আর কটকটে রোদ।
হিমেল বাতাস গায়,
তবু নেই কোনো রোগ।


ঝড়ের দাপট বুকে
সদা বেঁচে থাকি মোরা।
অঝোর বৃষ্টি ঝরে,
হয়না স্নান করা।


একটু আলোর রেখা
দাও আমাদের চোখে।
নগ্ন শরীর যেন
নিতে পারি মোরা ঢেকে।


@@@ শুভ দীপাবলি @@@