কবিতাঃ- একটু সবুর করো
            মনোজ ভৌমিক


সুচরিতা,
একবার ব্যালকনিতে বেরিয়ে এসো...
ওর আগে এগিয়ো না আর।
বিষন্ন রোদ্দুর ছুঁয়ে গেছে হোথা,
যতদূর চোখ যায় শুধু দেখে যাও...
নিথর সভ্যতার মরীচিকা রূপ।
কান পেতে শুনে যাও...
অজস্র মৃত্যুর নীরব আর্তনাদ।
সুচরিতা, ওর আগে এগিয়ো না আর।
তুমিও হারিয়ে যাবে অজানা আশঙ্কায়...
একবুক যন্ত্রণা নিয়ে কেঁদে যাবো আমি,
সময়ের ধারাপাতে আজ সময় যে কমদামি।
একটু সবুর করো, আসবে আরো অন্ধ সময়,
ওখানে খেলে যাবে অজস্র অদৃশ্য কীট!
সময়ের হাত ধরে তুমি আমি যাবো চলে
বিষাক্ত পৃথিবী হতে বহুদূরে...
কোনো এক শান্তির শিবিরে.....