কবিতাঃ-একটুখানি সামলে থেকো
✍️ মনোজ ভৌমিক


মন্দ লোকেই গন্ধ ছড়ায়
দিন দুবেলা দেখি,
বলতে গেলে চোখ পাকিয়ে
দেখায় সবে আঁখি!


মিথ্যে বচন মুখেই থাকে
ঘুরিয়ে বলে কথা,
আসলটাকে বানিয়ে নকল
মনেতে দেয় ব্যথা।


দাপট থাকে সমাজ জুড়ে
সেলাম ঠোকে লোকে,
ওরাই এখন মান্যগণ্য
সৎরা তাই দেখে।


শিক্ষা দীক্ষা আর বিদ্যা বুদ্ধি
ওদের কাছে গৌণ,
এসব দেখে সৎ লোকেরা
সদাই থাকে মৌন।


শিক্ষা রাখে বকেয়া খাতে
দীক্ষায় মারে ছুরি,
দিন দাহাড়ে লোক ঠকিয়ে
করছে পুকুর চুরি।


বন্ধত্বটাও প্রয়োজনের
স্বার্থ নিয়েই খেলা,
ফুরোলে স্বার্থ বন্ধুত্বটাও
যায় যে হেলাফেলা।


একটুখানি সামলে থেকো
আজকে ওদের থেকে,
মুখোবাসটা আটকে রেখো
দূরত্ব বজায় রেখে।