কবিতাঃ এলো দুর্গতিনাশিনী
✍️ মনোজ ভৌমিক


ছন্দ হারানো জীবনটাতে
ছন্দ আসছে ফিরে,
পুব আকাশে নতুন সূর্য
উঠছে ধীরে ধীরে।


নীলাকাশে পেঁজা তুলো মেঘ
করছে দারুণ খেলা,
বনের পাখি উঠলো জেগে
নতুন প্রভাত বেলা।


ঐ দেখো না মন রাঙানো
হরেক রকম ফুল,
সবুজের মাঝে অরূপ ওরা
দেখতে কোরো না ভুল।


স্নিগ্ধ শিশির ঘাসের বুকে
দিচ্ছে সোহাগ চুমা,
কাশের হাসি উঠছে ফুটে
কোথায় মা তুই উমা!


পাহাড় চিরে নামছে দেখো
শত উন্মাদ ত্রটিনী,
ধরার বুকে মহা কল্লোল
এলো দুর্গতিনাশিনী।