কবিতা:-এরই নাম কি উন্নয়ন
            মনোজ ভৌমিক


গাছ কেটে কেটে তৈরি হচ্ছে আজ নিত্য নতুন গড়,
বলছে সবাই,সব দেশে উন্নয়নের জোড়তোড়।


গগনচুম্বী অট্টালিকায় ভরছে যে শহর ও গ্রাম,
শ্বাস প্রশ্বাসে ভীষণ কষ্ট বাতাসের দম কম।


দাবানল দেখি যেথা সেথা চলে হাইড্রোজনীয় টেষ্ট,
বলছে তারা মঞ্চে দাঁড়িয়ে প্রতিরক্ষায় দৃঢ় দেশ।


নীল আকাশ দেখিনা এখন ধোঁয়ায় জ্বলছে এ নয়ন,
বলোনা তোমার আজ আমারে এরই নাম কি উন্নয়ন!