কবিতা :- এসো ধরা 'পরে
✍️ মনোজ ভৌমিক


শরতের আগমনে
বর্ষার জাগৃতি!
মেয়েদের কান্না শুনি
ভিজছে বিভূতি!!
নদীকূলে কলরব
হাওয়া নিশ্চুপ!
কাশেরা হাসে না আজ
সময়টা চুপ।
শরতের রঙ নেই
আগমনী গানে,
বিষন্ন সময় জাগে
প্রকৃতির প্রাণে।
চারিদিকে ঘোর আর্তি
প্রলয়ের ক্ষণ,
দুর্গতিনাশিনী দুর্গা
কোথায় এখন!
দুর্বৃত্ত মানুষ হেথা
অসুর প্রবৃত্তি,
হিংসা বিদ্বেষ সদা
নেই যে সুমতি।
সময়ের অঙ্গীকারে
এসো ধরা 'পরে,
অসুর নিধন করে
রক্ষিতে সবারে।