কবিতা:- এসো না আজকে সর্বান্তকরণে পূজি
কবি:- মনোজ ভৌমিক


কত সুভাষের আজকে দেখি গো ছড়াছড়ি,
কেউ রাস্তায়,কারুর বা মস্তবড় রাজবাড়ী!
সেই সুভাষটা আজও এখানেই বেঁচে আছে,
যার জন্মদিন সারা দেশেতে পালিত হচ্ছে।


শুধু ইতিহাস নয়,প্রতি মানুষের হৃদয়ে,
যতবার খোঁজো,তারি ছবি পাবে অন্তরে।
অমন মানুষ আজকে কোথায় হবে!
দেশ ভাবনায় নিজেরে লুটিয়ে দেবে?


রক্তের বদলে দেশকে বাঁচিয়ে নেবে,
সে আওয়াজ বলো,আজ আর কে দেবে?
সেদিন কিন্তু তারও বিরোধ হয়েছিল,
নি:স্বার্থ ভাবনায় দেশহিত প্রাণ ছিল।


অদম্য সাহস মনেতেই ভরা ছিল,
জাপানে গিয়ে ফৌজ বানিয়ে নিল।
ঐ সুভাষ তো অমর রবে চিরকাল,
মানুষ হয়েও তিনি দেবতা সর্বকাল।


জন্মদিনটায় কোরো নাকো ভেকবাজী,
এসো না আজকে সর্বান্তকরণে পূজি।