কবিতাঃ- রাষ্ট্রীয় শোক জানাই (১১৫০তম)
✍️মনোজ ভৌমিক


দু'শো বছরের গোলামিটা
আজো দেয় ফরমান!
শ্রদ্ধা নয় পতাকা ঝুঁকিয়ে
দিতেই হবে সম্মান।


'কর্তব্য পথ' মুছে দিল কি
কোহিনূরের ব্যথা?
কেক কাটা এ মানচিত্রটায়
হবেনা কোনো কথা।


রাজনীতি আর কূটনীতি
বোঝে কি আমজনতা?
চাবুকী আঘাত, বুট চপ্পল
সময়ের ইতিকথা!


একবারো কি এসেছে চিঠি
অনুশোচনায় ওরা!
দগদগে ঘা জালিয়ানবাগে
মানবতা ছিল হারা।


মৌখিক ঐ সমবেদনার
আছে বলো কি দাম?
ভারতবাসী আজও বোঝে
সেদিনের পরিণাম।


গুলি বন্দুক বোমার আগুন
নিভে গেছে রাজ পথে,
দেশ লুটেরা রয়েছে ওখানে
বহাল তবিয়তে!


লুট করেছে দেশকে যারা
চোরেরে দিয়েছে ঠাঁই,
এসো তাদের সবাই মিলে
রাষ্ট্রীয় শোক জানাই।