কবিতা:- এসো তুমি হে নাবিক (সেক্সপিয়ারীয় সনেট)
✍️ মনোজ ভৌমিক


কপতাক্ষ নদী নীরে নেই সে কল্লোল,
স্রোতহীন নদীবক্ষ করে হায়!হায়!
এখন ভাঁটার টান খেলা করে জল,
কোথা সেই শব্দ স্রষ্টা তরী নাহি বয়।


বিষন্ন বালুকাতটে ওঠে মরু ঝড়,
জীর্ণ শীর্ণ অক্ষরের বিকলাঙ্গ সাজ।
পাল ছেঁড়া ভাবনায় কারা গড়ে গড়!
শব্দের সে কলরব ওঠে নাতো আজ।


সাহিত্যের স্বপ্ন তরী বড় অসহায়,
নগ্নতা ছেয়েছে দেখি ঐ রুগ্ন নদীতে।
কলুষিত হাওয়ায় বিপথে হারায়,
তুমি বিনা কে উহারে পারিবে রুধিতে!


এসো তুমি হে নাবিক ধরে নাও হাল,
নবজাগরণ হোক বোধন অকাল।