কবিতা:এসো তুমি ক্রান্তিকারী  কবি
         মনোজ ভৌমিক


একবুক নীরব যন্ত্রণায় জেগে ওঠে জীবন্ত রোদ্দুর,
স্বার্থান্বেষী পৃথিবীতে নেই আজও অন্তরের সুর।
দুরন্ত নক্ষত্রগুলো রাত আকাশে নিভে গেছে কবে!
শুধু কি আজ আমাদের প্রতীক্ষার প্রহর গুনতেই হবে?


হাহাকার বুকে ওই দাঁড়িয়ে আছে নতুন ফুটপাত,
স্বাধীনতা স্বাদ যে কেন পরাধীনতায় প্রণিপাত!
রাস্তার ধারঘেঁষে অবহেলা ভরে চায়ের দোকান,
চুমু দিয়ে বলেছ,"কই দুখু মিয়া?ঘুমন্তএখন!"


দু:খকে চিবিয়ে দারিদ্র্য আলিঙ্গন করেছিল সে,
মেহনতি মানুষে বিদ্রোহ-আগুন ভরেছিল কে!
পুব দিগন্তে মিলন বাঁশরী বাজে দুর্বল সুরে,
কেউ কি ডাকে প্রাণের সুরে,আজন্ম প্রেমিকটিরে!


হে বিদ্রোহীবীর রুদ্রবীণার তারে কে দেবে টঙ্কার!
হিংসা-বিদ্বেষ,ধর্মান্ধতায় ভরে গেছে বিশ্বসংসার।
এসো তুমি ক্রান্তিকারী কবি,ফিরে এসো আবার,
দীপ্ত কন্ঠে গাও সাম্যে গান।বলো,"কাণ্ডারী হুঁশিয়ার"।