কবিতা:-ইতিহাস হোক লেখা
           মনোজ ভৌমিক


প্রশ্নের বেড়াজালে হৃদয়েতে উত্তর ঘোরে,
এখন প্রশ্ন,মানবতা ধরাতে যাচ্ছে কি মরে?
'পুলবামাও' দেখে নিলো জঘন্য বারুদী উত্তাপ,
শহীদের সংখ্যাতে এ বিশ্বের কেবলি সন্তাপ!


হিংসাকে প্রশ্রয় দিয়ে বলো তুমি পাচ্ছোটা কি?
ক্রিকেটের সুনামটা আজকে হেথায় হারালে নাকি?
ওদিন মানুষের জয়ধ্বনি খুব শুনেছিলে তুমি,
ধিক্কার শোনায় আজ ভারত সহ বিশ্বের ভূমি।


রাজনীতি তো রাজার নীতি, থাকে হোথা মানবতার জয়,
আতঙ্কি মদতপুষ্ট রাজার সিংহাসনে সংশয়।
কাপুরুষোচিত যুদ্ধে সদাই যে সে মগ্ন হয়,
কখনো দেয়না শান্তি,যে দেশ গায় মানবতার জয়।


আজ জেগে ওঠো হে ভারত-বীর ছাপান্ন ইঞ্চিতে,
দেখাও  এ বিশ্বকে, তোমার প্রাণ আজ দেশ হিতে।
'পুলবামার' আগুন জ্বলছে ভারতবাসীর বুকেতে,
বজ্রকন্ঠে বলো,"শান্তি না,এসো এবার রক্তেতে।"


অনেক হয়েছে কথা,কাগজে-কলমে,আপোষী সংযমে,
৪৪ জোয়ানের বর্বরোচিত হত্যা যদি দাগ কাটে মনে,
আজ দেখাও নেতৃত্ব আপোষহীন সংগ্রামে।
বিশ্ব বন্দিত তুমি,ইতিহাস হোক লেখা তোমার নামে।