কবিতাঃ- ফারাক কেন খোঁজো
✍️ মনোজ ভৌমিক


সেদিন তোমার সব প্রশ্নের জবাব দিতাম আমি,
নীরব হয়েই শুনেছিলাম সকল প্রশ্ন অভিমানী।
ওদিন তোমার প্রশ্নগুলি ছিল বড়ই অবান্তর,
এক লহমায় ভাঙলে তুমি সাজানো সুখের ঘর!


ভালোবাসার প্রকৃত অর্থ বুঝলে না তো তুমি,
তোমার কাছে প্রেমই ছিল সব চেয়ে বেশী দামী।
কেমন করে বোঝাই তোমায় শেষ পরিণয় ওটা,
ভালোবাসা চির শাশ্বত যেমন প্রভাত সূর্যচ্ছটা।


ছুঁইনি তোমার কোমল দেহ কিংবা ধন ঐশ্বর্য,
এক পলকের একটু দেখায় এ মন ছিল অধৈর্য।
ভালোবাসার অসীমতায় ডুবেছিল এই মন,
শরীর প্রেমে ছিল না আমার এতটুকু প্রয়োজন।


রাধার হৃদয় দিয়ে তুমি বুঝতে আমায় যদি,
মন যমুনায় ভালোবাসা বয়ে যেত নিরবধি।
প্রশ্নগুলো এ বুকের মাঝে দাগ কেটে যায় আজও,
ভালোবাসা আর ভালো বাসায় ফারাক কেন খোঁজো!