কবিতাঃ-- ফরিয়াদ
✍️ মনোজ ভৌমিক


কেউ কি ভেবেছিলো বলো তো কোনোদিন!
আঙিনা ছুঁয়ে যাবে এমন একদিন!!
দরজায় দাঁড়িয়ে রবে খামুশী রোদ্দুর!
পেটভরে জল খেয়ে শুয়ে যাবে নিরন্ন দুপুর!!


সায়াহ্নে গোধূলির রঙ দেখবে না ভিজে যাওয়া চোখ,
প্রগাঢ় অন্ধকারে জেগে উঠবে নিদারুণ শোক!
সদ্যজাত তারাদের নীরদ আকাশে নীরব হাহাকার!
মিটিমিটি চোখে অদৃশ্য হাতছানিতে কারে যেন ডাকে বারবার!!


মৃত্যু যন্ত্রণা বুকে লাঞ্ছিতা অবয়বে অঙ্গনে দাঁড়িয়ে আজন্ম ভিখারিনী!
হতাশা আর নিরাশার গলা টিপে বলে, "ওগো ঈশ্বর, এ বাঁচা তো বাঁচতে চাইনি।"