কবিতা:- ফেরারী সুখের আশায়
      মনোজ ভৌমিক


ঐ উদাসী হাওয়া মনকে ছুঁয়ে যায়,
ঘর পোড়া রোদ মেঘের আড়ে লুকায়!
বৃষ্টি কেন যে এ দু'চোখে বেয়েই আসে!
ভাবনা আকাশে কালো মেঘ কেন ভাসে!!


উড়ো মেঘ যেন খেলা করে এ বৈশাখে,
সাঁঝ দিগন্তে ব্যথাকথা জমিয়ে রাখে!
হৃদয় গহীনে চকিতে কালবোশাখী,
কথার আগুনে ব্যথাকে জ্বলতে দেখি।


কিছু কথাকে না হয় ছেড়েই দিলাম,
দুখগুলোকে হজম করেই নিলাম।
সময়ের বুকে যে আটপিঠে রোদ্দুর,
তাই তো আমি আজ তোমার থেকে দূর।


আবার ভাসবে শরতের মেঘভেলা,
সোনালী আলোয় মন চুরির সে খেলা।
কাশের হাসি ফুটবে তোমার শ্রীমুখে,
ভুবন ভরবে চির পুরাতন সুখে।