কবিতা:- ফিরে দেখা
কবি:- মনোজ ভৌমিক


বর্ষাতি রঙ লেগেছে বাতাসে,তোমার মনটি শিউলি টগর কাশে।
আজ নাকি তুমি ভালোবেসেছ,শরত্ শিউলিটাকে?
কাল তো ছিলে শ্রাবণ প্রেমেতে,ময়ূরের পিছে পিছে!
আজ শরতের আলোয় তোমায়,নতুন প্রেমেরা ডাকে!
ওখানে আকাশ নীল সমুদ্র,সাদা মেঘেদের ভেলা।
তুমি আর আমি ভেসেছিনু সেথা,মনে পড়ে এই বেলা।
জীবন আকাশে প্রেম শুধু প্রেম! আলো আঁধারী খেলা।
এসোনা আবার হৃদয় মাঝারে, খুঁজে নিই সেই পুরানো বেলা।


আর কিছুদিন, চেয়ে দেখো, মনের জানালাতে,হেমন্ত দেয় উঁকি।
শীত জর্জর বার্ধক্যকে,তুমি দিতে পারবে না ফাঁকি।
বসন্ত দোলায় অনেক দুলেছ,এবার চৈত্রকে মনে আঁকো।
কালবৈশাখী ধুয়েমুছে দেবে,জীবনের প্রেম সাঁকো।