কবিতাঃঃ-ফল্গু নদী
✍️ মনোজ ভৌমিক


আবার যদি এসো গো ফিরে
ঐ নদীটির তীরে,
মাধবী নামে ডাকবে না আর
ডেকো কল্যাণী ওরে।


দেখো আবার উঠবে জেগে
দু'কূল ছাপানো ঢেউ,
তুমি ছাড়া ও হৃদয় ব্যথা
বুঝবে না আর কেউ।


মান অভিমান হারিয়ে যাবে
ভালোবাসার ও ডাকে,
তখন তুমি ভাববে মনে
ফেলে গেছিলাম কাকে?


মরা নদীতে স্রোত বহে না
নিশুতি রাতের গান,
সাঁঝ বেলাতে বইছে বুকে
নীরব অভিমান।