কবিতা:- ফোঁটার আর কি দোষ!
কবি- মনোজ ভৌমিক


চন্দনের ফোঁটাটা ঘরের চৌকাঠে দিতে বোলো।
শনিবার। কপালে দিতে নেই, অমঙ্গল হবে কিন্তু...
নির্বাক চন্দনের রঙটা কাঠেতেই জড়িয়ে রইল।
ওর আর কি দোষ! ও কি করে বুঝবে!
মানুষের জীবনের এত জটিলতা!
তিথি-নক্ষত্র,সময়-অসময়,মঙ্গল-অমঙ্গল,
ওর দিনপঞ্জিকাতে নেই লেখা।
তাই তো আজ ওর নি:স্তব্ধ সৌন্দর্য,
তোমার হৃদয় ছুঁতে পারল না।
মঙ্গল কামনা তো দূর, আন্তরিকতার একটা চিহ্ন,
তার কপালে দিতে পারল না।


একটা কথা জানতে খুব ইচ্ছে করে,
সেই পায়রার পত্র বাহকতা ভুলে,
ফোর জি এসেছে আমাদের ঘরে ঘরে।
সভ্যতার উন্নতির সিঁড়িগুলি
টপকে চলেছি গড় গড় করে।
তবে কেন আজও আন্তরিক ভাবনা
প্রতিবান্ধকতার বেড়াজালে ঘেরা?
জীবনের প্রতিটি পদক্ষেপ কি
তিথি নক্ষত্রের হিসেবে হয় গোনা?
ফোঁটার আর কি দোষ!
ও তো মন-ভাবনার প্রতিফিলন মাত্র।
তাইতো ও আজ কাঠের বুকেই রইল আবদ্ধ।