কবিতা:- ফুল
           মনোজ ভৌমিক


ভুল করে ফুল তুলে ছিলো সুভাষিণী,
বোঝেনি সে আগে,পেতে হবে বড় হয়রানি!
বাগানের মালী বলে,"কেন তুললি ও ফুল?
দণ্ডিত হবি তুই,করেছিস মহা ভুল।"
মন্দিরের পূজারী কহে,"ফুল কেন ছুঁলি?
অচ্ছুৎ হলো ও গাছ,তাই শুন্য এ থালি।"
পথিক দাঁড়ায়ে কহে,"মোরে দাও গো ও ফুল,
ভ্রমর ছুঁয়েছে কী ওরে,করেছে কী ভুল?"
ইহা শুনি বিত্তবান আসে ত্বরা করি,
"কত মুদ্রা লবে তুমি কহ সত্ত্বরি?"
নীরব দর্শকসমা ভ্রান্ত সে নারী,
সবারি মুখপানে চাহি,ধীর যায় সে ফিরি।
বলে যায় মৃদু স্বরে একটি সে কথা,
"যার তরে করেছি এ ভুল,তারে দিব সেথা।
সেই তো মোর প্রাণ সখা,অরূপ লোচন,
তারি পদে অর্পে ফুল শান্তি পাবে মন।"