কবিতা:- গণতন্ত্র দিবস
কবি:- মনোজ ভৌমিক


গম্ভীর স্বরে প্রশ্ন করে ভরত তার বোনটিরে,
"গণতন্ত্র দিবস বলিস,জানিস কী ওর মানেটিরে?"
বোন ভারতী বললো হেসে,"এ আবার কী প্রশ্ন ওরে?
স্কুল কলেজ আর প্রতিষ্ঠানে,দেশের নামে ধ্বজা উড়ে,
ঐ দিনকেই গণতন্ত্র বলছি আমারা সবাই মিলে।"
ভরতকুমার হেসে বলে,"এই শিখেছিস তোদের স্কুলে?
দোষ কী তোর বল,অনেক বিজ্ঞই নাহি জানে।
পরাধীনতার শৃঙ্খলেতে 'পূর্ণ স্বরাজ' ডাক দিয়েছিল ঐ দিনে।
সাতচল্লিশের ১৫ই আগষ্ট,পালিত হলো স্বাধীনতা দিবস,
সকল নেতা নিল শপথ,পূর্ণ মর্যাদা পাবে 'স্বরাজ দিবস'।
২৫ জানুয়ারি ১৯৫০, 'ভারত শাসন' মেনেই,শাসন চালাতো ভারত সরকার,
তিন বছরে তৈরি করলেন বৃহৎ সংবিধান,বাবাসাহেব আম্বেদকার।
জানুয়ারি ২৬,১৯৫০ দেশ নিল স্বাধীনতার তিনটি বৃহৎ শ্বাস,
পালিত হলো প্রথম 'গণতন্ত্র দিবস'তিন দিন ব্যাপী নিয়ে হর্ষ-উল্লাস।
সেই থেকেই এই দিনটিতে নিয়ে চলছি স্বাধীনতার স্বাদ,
এবার বুঝলি গণতন্ত্র দিবসের প্রকৃত মানে,আজ এতদিন বাদ?"