পদ্য কবিতা:- গান্ধীজী হয়েই যাও
                 মনোজ ভৌমিক
তারিখ:- ০২/০৯/২০১৮


এখন তুমি গান্ধীজী হয়েই যাও,
চোখ-কান-মুখ বন্ধ করেই নাও।
দেখবে তোমার কোনো শত্রুই নাই,
এর চাইতে সঠিক পন্থা কি ভাই?


তবুও তুমি একটু সাবধান থেকো,
নাথুরামদের চোখে চোখেতেই রেখো।
সময় এখন ভীষণ কঠিন তাই,
স্বাধীন ভাবনা এ মনেতে হারাই।


মো-সাহেবী সব রাজনীতি যন্ত্রণা,
না মানলে হবেই যে বিড়ম্বনা।
বিড়ম্বনা সব ঘরের মধ্যে থাক,
বাইরেতে থাকো একেবারে চুপচাপ।


নইলে পরে চলে কথার দাদাগিরি,
কেউ দেবে মেরে ওভার বাউন্ডারি।
তখন তুমি ভাই বুঝবে না কিছুই,
এ দল,ও দল,ঘুরবে শুধু শুধুই।


দেখাও যদি তুমি সুভাষী দস্তানা,
বোম ব্লাস্টে হাড় খুঁজেও পাবেনা।
স্বাধীনতা রাঙা সজীব ভাবনাটা,
শোনে গণতন্ত্রের বোবা কান্নাটা।