কবিতাঃ-গণতান্ত্রিক ভারতবর্ষ
✍️ মনোজ ভৌমিক


বিশ্বমাঝে একটাই দেশ
নামটি ভারতবর্ষ,
এই দেশেতে জন্ম আমার
মনেতে ভীষণ হর্ষ।


এমন দেশটি বিশ্ব মাঝে
আর কোথাও নাই,
বিবিধের মাঝে ঐক্য হেথা
আর কোন দেশে ভাই?


জাত,ধর্ম,বর্ণের যেথায়
নেই কেনো ভেদাভেদ,
ধনী-দরিদ্র বৈষম্য আছে
নেই তেমন প্রভেদ।


অদ্ভুতত্ব দেখি এই দেশে
সংখ্যালঘুর বৃদ্ধি!
সংখ্যাগুরু সংবিধানে
করেন আত্মশুদ্ধি!!


এমন বৃহৎ গণতন্ত্র
সারা বিশ্বে খোঁজা ভার,
এ দেশের বীরসেনানী
শত্রু করে সংহার।


পতাকার ঐ তিন রঙেতে
ভাবনা বড় মহান,
সকল ভারতবাসী সদা
দাঁড়িয়ে করে সম্মান।


এমন দেশের গুণগাঁথা
সদাই বিশ্ব বন্দিত,
"জন-গণ-মন" জয়গানে
তিয়াত্তরে প্রজাতন্ত্র।