কবিতাঃঃ- ঘনায়েছে কালবেলা
✍️ মনোজ ভৌমিক


বিরহ খোঁজে গোপন দুয়ার
অভিসারিকায় মন,
ভাবের ঘরে ভাবনা কাঁদে
প্রেমের জ্বালাতন।


সবুজ প্রাণে অবুঝ চাওয়া
বোঝায় বলোনা কারে?
কৃষ্ণ প্রেমে বিরহিণী রাধা
ব্যাকুল হয়েছে ঘরে।


কদম ডালে বাজায় বাঁশি
সময়ের রিংটোন,
খেলছে যে রাই মুঠোফোনে
তনুমন উচাটন।


মিলন সুখের অদৃশ্য নেশায়
পরকীয়া করে খেলা,
বিষাক্ত সাপের বিষবাষ্পে
ঘনিয়েছে কালবেলা।